,ময়মনসিংহ থেকেপ্রতিনিধি: বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরম্নল ইসলাম আলমগীর,যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি ও সকল নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যে্যাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে মিছিলটি গৌরিপুর শহর প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ হারম্নন পার্কে সমাবেশ করে।
উক্ত সমাবেশে ময়মনসিংহ জেলা (উঃ) যুবদলের সহ-সভপতি ও গৌরীপুর উপজেলা যুবদরের সভাপতি তাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরম্নজ্জামান পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ,সহ-সাংগঠনিক সম্পাদক জুবেদ তালুকদার,
পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সালাউদ্দিন বকুল,সহ-সভাপতি মজিবুর রহমান মানিক,যুগ্ম সাধারন সম্পাদক নজরম্নল ইসলাম শেখ,
যুবদল নেতা রমজান হোসেন জুয়েল,এ এফ এম শহিদুলস্নাহ,কাজী আব্দুলস্নাহ আল আমিন,শেখ বিপস্নব,উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান সিরাজ.যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোনয়নের ক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না : প্রধানমন্ত্রী
সরকার বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com