এস,এম সহিদুল ইসলাম লালমনিরহাট :লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবস্থিত স্বর্ণামতি সেতু সেই সেতুটি ভেঙ্গে গোটা জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে অত্র জেলার সাথে ৪টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারান যাত্রীরা। ব্রীজের দু’পাশেই আটকা পড়েছে শত শত যানবাহন। জানাগেছে, গতকাল দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একটি অতিরিক্ত পণ্যবাহী ট্রাক স্বর্ণামতি ব্রীজটি অতিক্রম কালে ব্রীজের পূর্ব পাশ্বের একটি পাটাতন ভেঙ্গে যায়। এ কারনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলছে, এ জেলার অতি জনগুরুত্বপূর্ণ একমাত্র মহাসড়কের এ সেতুটি দিয়ে গোটা জেলার জনসাধারণ চলাচল করলেও কোন সরকারই সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহন না করায় হতাশ হয়ে পড়েছে জেলার ১৬ লক্ষ মানুষ। সেতুটি বিকল হয়ে পড়ায় প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে জেলা সদরসহ সারা দেশে যানবাহন যাতায়াত করছে।
লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া জানান, আমি নিরুপায় সেতুটি নির্মাণে বারবার চিঠি লিখেও কোন বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোনয়নের ক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না : প্রধানমন্ত্রী
সরকার বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com