তাজাম্মূল হুসাইন,মনিরামপুর(যশোর)প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মা-মেয়ে গণধর্ষন মামলার অন্যতম আসামি মনু ডাকাতকে গতকাল রাতে পুলিশ আটক করে। পরে স্বীকারোক্তি মোতাবেক ওই রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে মনু ডাকাত আহত হয়। এ সময় সেখান থেকে গুলিভর্তি একটি ওয়ান শুটার উদ্ধার করা হয়। মনু ডাকাত বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
ওসি (তদন্ত) এনামূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পলিশের একটি টিম গতকাল রাত আটটার দিকে যশোরের চাচড়া মোড় থেকে মনু ডাকাতকে আটক করে মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মোতাবেক রাত দেড়টার দিকে পুলিশ মনুকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। মনোহরপুর গ্রামের ফাঁকামাঠের মধ্যে একটি গাছতলার নিচ থেকে পুলিশ এক রাউন্ড গুলিভর্তি একটি ওয়ান শুটার উদ্ধার করে। এসময় হঠাৎ করে মনু ডাকাত পালানোর জন্য দৌড় দেয়। তখন পুলিশ গুলি ছুড়লে মনুর বাম পায়ে বিদ্ধ হয়। ওই রাতে আহত অবস্থায় মনু ডাকাতকে পুলিশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
গত বছর ৭ ডিসেম্বর রাত ১২ টার দিকে উপজেলার রাজগঞ্জ-মনোহরপুর গ্রামের এক কৃষকের বাড়িতে মুখোশধারী ১০/১১ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির গৃহকর্তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে স্ত্রী এবং মেয়েকে পালাক্রমে ধর্ষনের পর মালামাল লুঠ করে পালিয়ে যায়।
রাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড
রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আ’লীগ, পুলিশ বেষ্টনীতে বিএনপি
রংপুর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক কর্মকর্তার আপিল
চাটখিলে উন্নয়নমূলক কর্মকান্ড ও সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময়
এবার ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি-লি নিল-পিটার্স
রোহিঙ্গা মুসলিমদের ধর্ষণ, গণহত্যা ও অন্যান্য অপরাধ ইস্যুতে ৫ ডিসেম্বর অধিবেশনে বসছেজাতি সংঘে
রাজশাহীতে শিক্ষা ক্যাডারদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন
চাটখিলে আওয়ামীলীগের উঠান বৈঠকে দল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান :এমপি’র
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com