ডেনাইটসংবাদ.কম:নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের সহ-অধিনায়ক কর্নেল জিয়াউল হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মহানায়ক র্যাবের সহ-অধিনায়ক কর্নেল জিয়াউল হাসানকে গ্রেফতার করা হচ্ছে না কেন? আর কত মায়ের কোল খালি হবে? আর কত মানুষ নিঃশব্দ বেদনায় গুম খুনের ভয়ে দিনরাত্রি যাপন করবে?
তিনি বলেন, ২৭ এপ্রিল ২০১৪ ইতিহাসের বর্বরোচিত নিষ্ঠুর ও পাশবিক হত্যাকাণ্ড ঘটে নারায়ণগঞ্জে। বাংলাদেশসহ বিশ্বের মানুষ এই লোমহর্ষক হত্যাকাণ্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে। পত্রিকায় খবর বেরিয়েছে ‘জড়িতদের সম্পর্কে সব জেনেও চুপ ছিল র্যা ব’ দেশবাসীর প্রশ্ন সব জেনেও র্যাব কেনো চুপ ছিল। তার কারণ হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে র্যাব সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জিয়াউল হাসান জড়িত, সাক্ষ্য প্রমাণে যা বেরিয়ে এসেছে। এছাড়াও জড়িত ছিল আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও নারায়ণগঞ্জের কথিত একজন গডফাদার।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ইতিমধ্যে সাত খুনের ঘটনায় জড়িত দুইজন ব্যক্তি মেজর আরিফ ও নৌবাহিনী কর্মকর্তা এম এম রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দীতে নিজেদের দোষ স্বীকার করে হুকুমদাতাদের নাম প্রকাশ করেছেন। যাদের নাম করেছেন তারা হলেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জিয়াউল হাসান এবং নারায়ণগঞ্জের কথিত এক গডফাদার। এ সংক্রান্ত সংবাদ অত্যন্ত ফলাও করে সব গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়েছে।তিনি বলেন, এখন এ কথা দিবালোকের মতো পরিষ্কার যে, অভিযুক্ত তিন জন র্যাব কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট কর্তৃক নির্দেশিত হয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেই দেশবাসী খুনের পরিকল্পনাকারীদের নাম ও পরিচয় জানতে পেরেছে। তারা গ্রেফতার না হলে এই হত্যা রহস্য হয়তো বা রহস্য হয়েই থেকে যেতো। আসামিদের স্বীকারোক্তিতে কর্নেল জিয়াউল হাসানসহ যেসব নাম এসেছে সেসব ব্যক্তি এখন পর্যন্ত কোনো গ্রেফতার করা হচ্ছে না তার জন্য গোটা জাতি স্তম্ভিত।
রিজভী বলেন, আমরা মনে করি, নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে যাদের নাম এসেছে তাদের গ্রেফতার না করা ন্যায় বিচারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও রাষ্ট্রকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় । ন্যায় বিচারের স্বার্থে কর্নেল জিয়াসহ সব অপরাধীদের গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোনয়নের ক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না : প্রধানমন্ত্রী
সরকার বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com