ডেনাইটসংবাদ.কম : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, রায় না হওয়া ষড়যন্ত্রের অংশ।
মঙ্গলবার মাওলানা নিজামীর মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। তবে সকালে কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কারণ জানিয়ে চিঠি দেয়ার পর শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।
এর পর পরই ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, এটা ষড়যন্ত্র ও অপকৌশল। আমাদের এ অপকৌশলকে নস্যাৎ করতে হবে। দীর্ঘ ৬ মাসে আমরা কোনো রায় পাচ্ছিলাম না। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল।
সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, রায়ের আগে নিজামীর অসুস্থতা নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।
ইমরান বলেন, ২০১০ সাল থেকে নিজামীর বিচারকার্য চলছে। ৪ বছর হয়ে গেলেও তার রায় দেয়া হয়নি। এমনকি গত ৬ মাসে যুদ্ধাপরাধ মামলার কোনো আসামির রায় দেয়া হয়নি।
নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোনয়নের ক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না : প্রধানমন্ত্রী
সরকার বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com