ডেনাইটসংবাদ.কম : ইচ্ছা করে নয়, আর্থিক সংকটের কারণে কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন। রবিবার রাজধানীর কারওয়ান বাজারের সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেলোয়ার হোসেন বলেন, কারখানা বন্ধ করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমি নিঃস্ব। আমার সব শেষ হয়ে গেছে।
তিনি বলেন, আমি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৫-৩০ কোটি টাকা স্বল্প সুদে ঋণ পাই, তাহলে কারখানাগুলো চালু করে ৪০-৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব হবে।
গত ১৮ অগাস্ট তোবা গ্রুপের ৫টি কারখানা বন্ধ করে দেন দেলোয়ার হোসেন। কারখানাগুলো হলো- তোবা টেঙটাইল, তায়েব ডিজাইন, মিতা ডিজাইন, বুকশান গার্মেন্টস ও তোবা ফ্যাশনস।
এদিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঈদুল ফিতরের আগের দিন থেকে অনশনে থাকা তোবা গ্রুপ সংগ্রাম কমিটির সদস্যদের গত ৭ অগাস্ট কারখানা থেকে পিটিয়ে বের করে দেয় পুলিশ। এরই মধ্যে বিজিএমইএর মধ্যস্থতায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা হয়।
রাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড
রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আ’লীগ, পুলিশ বেষ্টনীতে বিএনপি
রংপুর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক কর্মকর্তার আপিল
চাটখিলে উন্নয়নমূলক কর্মকান্ড ও সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময়
এবার ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি-লি নিল-পিটার্স
রোহিঙ্গা মুসলিমদের ধর্ষণ, গণহত্যা ও অন্যান্য অপরাধ ইস্যুতে ৫ ডিসেম্বর অধিবেশনে বসছেজাতি সংঘে
রাজশাহীতে শিক্ষা ক্যাডারদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন
চাটখিলে আওয়ামীলীগের উঠান বৈঠকে দল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান :এমপি’র
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com