ডেনাইটসংবাদ.কম ডেস্ক : আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় এসেছে আশুগঞ্জ আন্তার্জাতিক নৌবন্দর। এর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় নিইটেক-৬ নামে একটি জাহাজ এক হাজার টন লোহা জাতীয় পণ্য নিয়ে আশুগঞ্জ বন্দরে নোঙ্গর করে।
জাহাজটিকে প্রথমে আশুগঞ্জ মেঘনা নদীর মাঝখানে নোঙ্গর করে রাখা হয়। পরে বিকাল ৫টার দিকে আশুগঞ্জ বন্দরে ভিড়ে। এর মাধ্যমে নৌ প্রটোকল চুক্তির আওতায় ভারতীয় পণ্য বাংলাদেশর ওপর দিয়ে ভারতের সেভেন সিস্টারস খ্যাত ৭টি রাজ্যে (আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজরাম, অরুণাচল, মনিপুর ও নাগাল্যান্ড) আনুষ্ঠানিকভাবে শুল্ক দিয়ে পণ্য পরিবহন শুরু হলো।
আশুগঞ্জ আন্তার্জাতিক নৌবন্দর থেকে এসব পণ্য স্থানীয় ট্রাকের মাধ্যমে লোড-আনলোড করে ভারতের ত্রিপুরাসহ ৭টি রাজ্যে পৌঁছে দেয়া হবে।
আশুগঞ্জ আন্তার্জাতিক নৌবন্দর পরিদর্শক মো.শাহ আলম জানান, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আদায় করা হবে। এ ছাড়া অভ্যন্তরীণ জাহাজের জন্য নির্ধারিত সব ধরনের চার্জ ও ফি ট্রানজিট পণ্য থেকে আদায় করা হবে।
বিআইডব্লিউটিএ জানায়, এর আগে পরীক্ষামূলকভাবে দুই দফায় ফি ছাড়াই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এবং খাদ্যশস্য ট্রানজিট করেছিল ভারত। আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় বাংলাদেশের আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানির তত্ত্বাবধানে এ জাহাজটি বাংলাদেশে এসেছে।
এক হাজার চার টন এসএস পণ্য নিয়ে কলকাতা থেকে গত ৩ জুন জাহাজটি রওনা হয়।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় নৌপরিবহন মন্ত্রী মো. শাহাজাহান খান ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুল্ক আদায় করা হবে। এর পর এ পণ্য আশুগঞ্জ বন্দর থেকে ভারতের ত্রিপুরায় পরিবহন শুরু করা হবে।
রাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড
রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আ’লীগ, পুলিশ বেষ্টনীতে বিএনপি
রংপুর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক কর্মকর্তার আপিল
চাটখিলে উন্নয়নমূলক কর্মকান্ড ও সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময়
এবার ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি-লি নিল-পিটার্স
রোহিঙ্গা মুসলিমদের ধর্ষণ, গণহত্যা ও অন্যান্য অপরাধ ইস্যুতে ৫ ডিসেম্বর অধিবেশনে বসছেজাতি সংঘে
রাজশাহীতে শিক্ষা ক্যাডারদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন
চাটখিলে আওয়ামীলীগের উঠান বৈঠকে দল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান :এমপি’র
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com