মোঃ গোলাম মো্স্তফা : শোনাও বাউল গান,মাতাও বাংলার গান এই সেস্নাগানকে সামনে ধারণ করে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল লোকসংগীত নিয়ে বাংলাদেশের সবচে’ বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনাল।রবিবার রাতে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর এলাকায় এইজিস ট্রেনিং সেন্টারে এ রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়।
এবার ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন রংপুরের শিবলী সাদিক।
পরে বিজয়ীদের মাঝে পুরম্নস্কার বিতরণ করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ ও বিচারকরা ।
ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালে চুরামত্ম প্রতিযোগীতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও শফি ম-ল।
গত বছরে ৩০ হাজারের বেশি প্রতিযোগী ‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে বাংলাদেশের ৯টি অঞ্চল- ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহীতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার অডিশন রাউন্ড। সেখান থেকে ৪০ জন শিল্পীকে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এদের মধ্যে থেকে পাঁচ জন গ্র্যান্ড ফিনালে অংশ গ্রহন করেন।
চ্যাম্পিয়ন হিসেবে শিবলী সাদিক পেয়েছেন ৫০০,০০০ লাখ টাকার প্রাইজমানি । প্রথম রানারআপ নেত্রকোনার শফিকুল পেয়েছেন ৩০০,০০০ টাকা । এবং দ্বিতীয় রানার আপ পেয়েছেন ২০০,০০০ টাকা ও ৪র্থ ও ৫ম স্থান অধিকারী ৫০,০০০ টাকা করে।অনুষ্ঠানে এসময় স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েক’শ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উলেস্নখ্য,নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের লোকসংগীতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ওরাল কেয়ার ব্র্যান্ড ‘ম্যাজিক’-এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশন দ্বিতীয়বারের মতো ম্যাজিক বাউলিয়ানা’র আয়োজন করেন ।
১৮ থেকে ২৪ ডিসেম্বর এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের তথ্য যাচাই
নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোনয়নের ক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না : প্রধানমন্ত্রী
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com