মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের গুলিতে ফিরাতুল ইসলাম (৪৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সদর উপজেলার পিরোজপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। এটিকে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
সোমবার রাত ২টার দিকে কথিত এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশের দাবি, নিহত যুবক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীবের ভাষ্য, নুরপুর গ্রামের আশরাফুল ইসলাম খোকনের কাঁঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। গোপন সূত্রের খবরে সেখানে পুলিশের একটি দল পৌঁছালে তারা পুলিশকে গুলি করে। পাল্টা গুলিতে দুর্বৃত্তরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়েছে। কথিত এ বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হওয়ার দাবি করেছেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং ডাকাত। তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com