এ.কে.এম. মাসুদ রানা, প্রতিনিধি, শিবপুর (নরসিংদী) : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার উদ্যোগে ২০১৬ সালের প্রাথমিক শিÿা সমাপনী পরীÿায় বৃত্তিপ্রাপ্ত ১৬০জন শিÿার্থী ও ২ গুণীজনকে ১৪ জুলাই শুক্রবার শিবপুর উপজেলা অডিটরিয়ামে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। গুণীজনরা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক মো: সুলতান মিয়া ও শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. এম মাসুদুর রহমান খান। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিÿক সমিতি শিবপুর উপজেলা শাখার সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (এমারত) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম মোলv। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল- ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব nvi“byi রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সৈয়দুজ্জামান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, নরসিংদী মো: সামসুর রহমান, শিবপুর উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, সহকারী উপজেলা শিÿা অফিসার মো: নূরে আলম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি মো: আব্দুল হাই। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিÿা অফিসার আবেদ হোসেন, কবির হোসাইন, অনিতা পাল, বীনা রানী সরকার, শারমিন আখতার, বীর মুক্তিযোদ্ধা এ.কে নাসিম আহমেদ হিরন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বিপস্নব চক্রবর্তী ও শিবপুর উপজেলা প্রাথমিক সহকারী শিÿক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক অপু সারোয়ার খানসহ উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভার প্রাথমিক সহকারী শিÿক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিÿক বৃন্দ।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com