এ.কে.এম.মাসুদ রানা, প্রতিনিধি,শিবপুর (নরসিংদী )ঃ শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে গত সোমবার শিবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারম্ননুর রশীদ খান এর সভাপতিত্ত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরম্নল হক ভূঁইয়া মোহন। আলোচনা সভায় নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী ঘাতক দালালদের চক্রামেত্ম একদল বিপদগামী সেনা সদস্যদের নির্মম বুলেটের আঘাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহপরিবারে নৃশংস ভাবে নিহত হন। দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা- শেখ হাসিনা ও শেখ রেহেনা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকদের বাংলাদেশ দখলের উদ্দেশ্য সফল হয়নি। রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনকের শাহাদাত বার্ষিকী। এছাড়া ২০০৪ সালের ২১ আগষ্ট বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ভয়াবহ এই হামলায় আলস্নাহর অশেষ রহমতে শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিলস্নুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী নিহতসহ প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী গুরম্নতর আহত হন। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এদেশে যাতে আর স্বাধীনতা বিরোধী ঘাতক চক্ররা মাথা চাড়া দিয়ে না উঠতে না পারে সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনা পুণরায় সরকার গঠন করে যাতে দেশ পরিচালনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে সে লক্ষে সকল নেতাকর্মীদের আমত্মরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেত্রীবৃন্দরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আলমগীর মৃধা (আঙ্গুর), কৃষিবিষয়ক সম্পাদক মাকিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান (নিপুন), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সমত্মান কমান্ডের যুগ্ম আহবায়ক মো: ফজলে রাবিব খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: মোশারফ হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক রিফাত রাখিল ভূঁইয়াসহ পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল শহীদদের রম্নহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com