গত ২৪/৯/২০১৭ইং তারিখে অনলাইন আলোকিত নিউজে গাজীপুরের মনিপুরে বাজারের পূর্ব পাশে ইউটা গার্মেন্টসের সাথে মা মেডিকেল এন্ড ডেন্টাল কেয়ার সেন্টার এর মালিক ভুয়া ডাক্তার জয়নালের অপচিকিৎসা! শীর্ষক প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি আকর্ষন হয়ে মর্মাহত হয়েছি।
আমি উদ্দেশ্য প্রনিত,মিথ্যা,বানোয়াট ষড়যন্ত্র মূলক প্রকাশিত সংবাদের তিৃব্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হলো: আবদুস সোবহান আমার নিকট আসেন তার গনোরিয়া/সিফলিস রোগের কথা শুনে তাকে রক্ত,প্রশ্রাব প্র্ররীক্ষা করার পরামর্শ
দেই এবং ইউনানিমতে ঔষধ দেই। বিগত ১২/৫/২০৭ইং তারিখে বাকিতে ঔষধ নিয়ে বাকি টাকা দেই দিচ্ছি বলে আর আসেনি।
আবদুস সোবহান কতৃক ৪/৬ মাস পরে আমার বিরুদ্ধে এধরনের মিথ্যা অপ্রচার
করেছেন যাহা ষড়যন্ত্রের শামিল।
মনিপুর বাজারে মা মেডিকেল এন্ড ডেন্টাল কেয়ার সেন্টারে ২০১৪ইং হতে সুনামের সাথে সাধারন মানুষের সেবা করে আসছি । আমি ২০১৪ইং সালে বিডিসাস ডিএমএ সফলতার সাথে সার্টিফিকেট অর্জন করি যাহার রেজীঃনং-১৫১২৩। এছাড়াও ডিইউএমএস ও ডিএইচএমএস অধীনে আধ্যায়নরত।
হাকিম ডাঃ আশরাফুল আলম, হাকিম ডাঃ ইকবাল হোসেন ও ডাঃ আয়শা আক্তারের তত্যাবধানে রোগি দেখা হয় ।
ডাঃ আজিজুল হক জয়নাল
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com