মনিরুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জিয়া (৪০) নামে এক বিস্কুট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে নগরীর সুজানগর এলাকার একচি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিনাকুলি বাজারের আজাহার আলীর ছেলে। দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে তিনি রাজশাহীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ৮ বছর আগে জিয়ার সঙ্গে মালার দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে আগের পক্ষের মেয়েকে নিজের সঙ্গেই রেখেছিলেন মালা। ১০ বছর বয়সি ওই মেয়ে ছাড়াও জিয়া-মালা দম্পতির পাঁচ বছরের ছেলে সন্তানও রয়েছে। পরিবার নিয়ে নগরীর বিহারী কলোনিতে ভাড়া বাসায় থাকতেন জিয়া। গত ২৩ আগস্ট গভীর রাতে ওই বাসায় জিয়া তার সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। টের পেয়ে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন মালা। এ সময় বিষয়টি গোপন রাখাতে স্ত্রীকে হুমকি দেন জিয়া।
এরপর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে জিয়া নগরীর সুজানগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করেন। বাধ্য হয়ে ২৯ আগস্ট থানায় গিয়ে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ মখদুম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন বলেন, ভাড়া বাসা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরই মধ্যে ভুক্তভোগী ওই মেয়ে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের আদালতে জবানবন্দি দিয়েছে।
রাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড
রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আ’লীগ, পুলিশ বেষ্টনীতে বিএনপি
রংপুর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক কর্মকর্তার আপিল
চাটখিলে উন্নয়নমূলক কর্মকান্ড ও সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময়
এবার ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি-লি নিল-পিটার্স
রোহিঙ্গা মুসলিমদের ধর্ষণ, গণহত্যা ও অন্যান্য অপরাধ ইস্যুতে ৫ ডিসেম্বর অধিবেশনে বসছেজাতি সংঘে
রাজশাহীতে শিক্ষা ক্যাডারদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন
চাটখিলে আওয়ামীলীগের উঠান বৈঠকে দল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান :এমপি’র
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com