এ.কে.এম.মাসুদ রানাঃ নরসিংদী জেলা শিক্ষা অফিসার(মাধ্যমিক) মো: হারম্নন-অর-রশীদ সরকার বলেছেন, দুর্নীতি করা যেমন যাবে না, ঠিক তেমনই দুর্নীতিকে প্রশ্রয়ও দেয়া যাবে না। কারণ, দুর্নীতি করলে বা প্রশ্রয় দিলে আমরা ২০২১ সালে অভীষ্ট লক্ষেয পৌঁছতে পারবো না। স্বাধীন দুর্নীতি দমন কমিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ‘‘দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৭’’তে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মন্দী কে.কে.এম.সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যÿ প্রফেসর সূর্য্যকামত্ম দাসের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো: বশিরম্নল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান, ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস, জেলা প্রতিরোধ কমিটির সদস্য উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সদস্য মাসুদ মাহমুদ,সদস্য হলধর দাস প্রমুখ।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশগুলোর কাতারে নিয়ে যেতে উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে আশাব্যঞ্জক দুর্নীতি বিরোধী সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, আজকের সমত্মানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার এবং বিদ্যালয়ই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাদের পরিবারে পিতা-মাতা এবং বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ সুআচরণ শিক্ষা দিতে পারলে তারাই সুন্দর দেশ আমাদেরকে উপহার দিবে।
আলোচনা শেষে দুর্নীতি বিরোধী বক্তৃতায় ১ম স্থান অধিকারী ৯ম শ্রেণির ছাত্র শাকিব হাছান,২য় স্থান অধিকারী ১০ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ও ৩য় স্থান অধিকারী ৯ম শ্রেণির ছাত্র ফকির ই-এন আরাফকে পুরস্কার প্রদান করা হয়।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com