মনিরুল ইসলাম, রাজশাহী: রাজশাহীর চারঘাটে মাদ্রাসার সভাপতি হওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছে।
আহতরা হলেন, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম রতন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার, ইউপি সদস্য মালেকের ছোট ভাই মকলেছুর রহমান।
১৫ জানুয়ারী সোমবার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার গোবিন্দপুর দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পান ইউসুফপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের শফিউল আলম রতন। আর এতে বাধ সাধেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার। এ নিয়ে কয়েকদিন ধরেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন ইউনিয়ন পরিষদে যান। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার তার সমর্থক ১০/১৫ জনের একটি দল নিয়ে অতর্কিত ভাবে ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতনের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতনসহ চারজন আহত হন। তাৎক্ষনিক ভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় ইউনিয়ন পরিষদে চরম আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন মুঠোফোনে জানান, গোবিন্দপুর দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার জোর করে ওই মাদ্রাসার সভাপতি হতে চায়।
তিনি অভিযোগ করে বলেন, তাকে সভাপতি না করায় বেশ কিছুদিন ধরেই মাদ্রাসা সুপারকে হুমকি দিয়ে আসছিল। সোমবার সকালে পরিষদে আসার আধা ঘন্টার মাথায় অতর্কিত ভাবে দুলাল তার দলবল নিয়ে এসে আমার উপর আক্রমণ করে।
অপরদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু তার আগেই পরিষদ এলাকা ফাঁকা হয়ে যায়। তবে লিখিত অভিযোগের পেলে দোষীর বিরুদ্ধেব্যবস্থা গ্রহণ করা হবে।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com