ডেনাইটসংবাদ.কম ডেস্ক :নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিষ্পত্তি হওয়ার আগে নির্বাচনী তফসিল ঘোষণা কোন রাজনৈতিক দল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, এক তরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশের রাজনীতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে চাই এটা রাজনৈতিকভাবে সম্পন্ন হওয়া দরকার। আলাপ-আলোচনার মাধ্যমে এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। যেটা আওয়ামী লীগ বরাবর উপেক্ষা করেছে। আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করা।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি নির্বাচন করলে আওয়ামী লীগের ভরাডুবি হবে জেনেই গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এক তরফা নির্বাচন কমিশন গঠন করেছে এবং নির্বাচন করতে চাচ্ছে। যেটা এ দেশের মানুষের কাছে কখনও গ্রহণযোগ্য হবে না।’
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com