মনিরুল ইসলাম, রাজশাহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই। আজ সোমবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনে নৌকার মনোনয়নপত্র নিয়ে বাঘা-চারঘাটের নিজ নির্বাচনী এলাকায় ফেরায় বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি একটি দূর্নীতিবাজ দল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাজনৈতিক বিরোধী দল বিএনপি’র নেতা বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া নাইকো কম্পানির সাথে একটি চুক্তি করে। এই কম্পানি সাবেক জ্বালনী ও খনিজ মন্ত্রী মোশররফ হোসেনকে প্রচুর অর্থসহ একটি দামি গাড়ি ঘুষ দেয়। এবিষয়ে বাংলাদেশের র্যাব, পুলিশ, বিডিয়ার, এনএসআই, ডিজিএফআই কেউ কোন তদন্ত করে না। কিন্তু এ বিষয়ে তদন্ত করেন কানাডা রাষ্ট্রীয় তদন্ত সংস্থা। নাইকো কম্পানির সাথে দূনীতির সাথে সম্পৃক্ত থাকার দায়ে গত ২৩ তারিখে ইংল্যান্ডের আদালত আবুল কালাম মোহাম্মদ রেজাউল করিম নামের এক ব্যক্তিকে সাড়ে ১০ বছরের জেল দেয়। তার সাথে আরো চারজনের জেল দিয়েছেন আদালত। এই চারজনের জেল যুক্ত করলে দাঁড়ায় ৩২ বছর। সেই ৩২ বছর জেলের কারন হলো-তারা একটি ভূয়া কম্পানি খুলে। সেই কম্পানিতে বারবার চাকরি দেয়ার নাম করে কিছু মানুষকে ইংলান্ডে নিয়ে যায়। তারা এ সকল মানুষের কাছে থেকে ৭০০ পাউন্ড করে ভিসা বিক্রি করত। আবার ওরা যে ওখানে চাকরি করবে ওই কম্পানিতে ট্যাক্স দিতে হবে না। এভাবে তারা ১৩ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশী ১২০ কোটি টাকার বেশি ইংলান্ডের তহবিল থেকে আত্মসাৎ করে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি আবুল কালাম মোহাম্মদ রেজাউল করিম ছিলেন, তারেক জিয়ার প্রধান অর্থদাতা। এই দূনীতির কারনে আজ তাদের আর এ নির্বাচনে ভোট চাওয়ার মুখ নেই।
তিনি আরো বলেন, আমি যে, উন্নয়ন করেছি, এই উন্নয়নের কারনে স্বয়ন রাজনৈতিক বিরোধী দলীয় নেত্রী এ আসনে নির্বাচন করলেও ৫০ হাজার ভোটরে ব্যবধানে পরাজিত হবে।
নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, আপনারা নিজ নিজ কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের কথা উল্লেখ করে ভোট প্রার্থনা করুন। নৌকাকে বিজয়ী করুন। শুধু আমাকে খুশি করার জন্য ফেসবুকে ছবি পোষ্ট দিবেন না। মন নরম করে নৌকার জন্য ভোটের আবেদন করুন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে বরণ করা সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ডের প্রায় সাড়ে চার হাজার নেতা-কর্মী।
এদিকে ট্রেন থেকে নেমে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের পর মাননীয় প্রতিমন্ত্রী বাঘার ঐতিহ্যাবাহী হযরত শাহদৌলর মাজার জিয়ারত শেষে নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com