মনিরুল ইসলাম, রাজশাহী ঃ ৪র্থ জেনারেশন লীগের (4G লীগ) আত্ম প্রকাশ ঘটেছে।
রাজশাহীর চারঘাট থানার ১নং ই্উসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া আজাদী কেতন সংঘ চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 4G লীগ তার আত্ম প্রকাশ করে।
২৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় সেই জমকালো অনুষ্ঠানে 4G লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুল্ ইসলাম মনি সহ অন্যান্য সদস্য- রিমু, নাঈম, রাশেল, নাহিদ, তুলন, বিদ্যুত, সুজন, পিয়ারুল, বিপ্লব, জনি, ফিরোজ, সাজিদ, বাধন, বিজয়, পলক, আশিক, শুভ, আকাশ, সোহান, লিখন, আব্দুল মালেক-এর সাথে প্রায় ৫০ জনকে ফলেল শুভেচ্ছায় বরণ করেন ইউসুফপুর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ শফিউল আলম রতন।
4G লীগ সম্পর্কে জানতে চাইলে রিমু বলেন- 4G হলো বর্তমানে ইন্টারনেটের সর্বচ্চ গতি। এই গতির মত বাংলাদেশ আওয়ামীলীগ-এর সাথে কাধে কাধ মিলিয়ে দেশের সার্বিক উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।
নাঈম 4G লীগ সম্পর্কে বলেন- 4G লীগ হলো চতুর্থ প্রজন্ম লীগ যা বর্তমানে ইন্টারনেটের গতির সাথে তুলনীয়। এই গতিতে আমরা বাংলাদেশ আওয়ামীলীগ-এর সাথে কাধে কাধ মিলিয়ে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
এলাকার মুরব্বী সাদের আলী বলেন- এরা এই প্রজন্মের সন্তান। এরাই পারবে দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌছে দিতে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউসুফপুর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ শফিউল আলম রতন সহ আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক- মোঃ সাজ্জাদ হোসেন মিঠু, মোঃ জমসেদ আলী, মোঃ মোসাররফ হোসেন, মোঃ আমিনুল হক চান্দু, ডাঃ মোঃ আলমগীর হোসেন, মোঃ বাবলু তালূকদার, মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, মোঃ আবুল কালাম, মোঃ জিয়াউল হক, মোঃ আজম আলী, মিঠু, ইউপি সদস্য শাহাজাদা, তয়ওব আলী এবং 4G লীগের সদস্য রিমু।
উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুল্ ইসলাম মনি।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com