মনিরুল ইসলাম, রজশাহী ঃ
রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির ইশতেহারে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফল ঘটেছে। বিএনপি নির্বাচনে জয়লাভ করলে ইশতেহার বাস্তবায়ন করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। আওয়ামী লীগের ইশতেহারে তেমন কিছুই নেই। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন গণতন্ত্র সুসংহত হবে।
বুধবার নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমে তিনি এসব কথা কলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির ইশতেহারে বেকারদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। বেকার ভাতা প্রদানসহ ব্যাপকভাবে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বিএনপি। সামাজিক নিরাপত্তা বাড়াতে নেয়া হবে নানা কর্মসূচি। দেশের সূর্য সৈনিক মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা প্রদান করবে বিএনপি।
তিনি আরও বলেন, সর্বত্রই ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে। এতে ভীত হয়ে পড়েছে শাসক গোষ্ঠী। সকল ষড়যন্ত্র ছিন্ন করে জনগণ গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ সঠিক সিদ্ধান্ত নেমে।
সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে মিনু বলেন, ক্ষমতাসীন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আর নির্বাচন কমিশন এখনও সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ। মাঠ প্রশাসনের কর্মকর্তারা পক্ষপাতি আচরণ করছে। ফলে নৌকা প্রতীকের লোকজন ধানের শীষের লোকজনের ওপর হামলা-নিপীড়ন চালিয়ে পার পেয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কার কথা জানান সাবেক এই সংসদ সদস্য।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৩ নং ওয়ার্ডে গণসংযোগ করেন মিজানুর রহমান মিনু। তিনি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ধানের শীষে ভোট চান।
এ সময় তার সঙ্গে ছিলেন নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির নাজির, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম নবী গোলাপ, ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, নগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, হাফিজুর রহমান আপেল প্রমুখ।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com