মনিরুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীতে আবারও পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে সেখানে নামাজ আদায় ও ইফতার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন, রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান।
রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রাহমান জানান, নয় দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যে কারণে সোমবার থেকে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। আজ দ্বিতীয় দিনের মতো বকেয়া পাওনাসহ নয় দফা দাবিতে পাটকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আর শেষ পর্যন্ত দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন এই শ্রমিক নেতা।
এদিকে, সড়ক অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়ক এড়িয়ে বিকেল থেকে বেশিরভাগ যানবাহনকে বেলপুকুর বাইপাস হয়ে শহরে চলাচল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজও ওই সড়কে পুলিশ মোতায়েন করা হয়।
মজুরি কমিশন ২০১৫ এর রোয়েদাদ, বকেয়া মজুরি পরিশোধসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। সবশেষ গত ২, ৩ ও ৪ এপ্রিল সব পাটকলে একযোগে ৭২ ঘণ্টা ধর্মঘট এবং ৪ ঘণ্টা করে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
জিয়া পাকিস্তানের পক্ষে ২৫শে মার্চ বাঙালিদের হত্যা করেছে: প্রধানমন্ত্রী
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com