একুশের প্রথম প্রহর থেকেই মুঠোফোনে বাংলায় খুদে বার্তা (এসএমএস) পাঠানোর চার্জ অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সে অনুযায়ী যেকোনো অপারেটর থেকে বাংলা বর্ণে এসএমএস পাঠালে চার্জ পড়বে ২৫ পয়সা।
ওয়েবিনারে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়াতে এবং বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়ন করছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এই প্রকল্পের কাজ শেষ হলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার কাজ সহজ হবে। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে বাংলা বর্ণ এত দিন যে বৈষম্যের শিকার হয়েছে, আজ রাত থেকে তার অবসান ঘটছে বলেও জানান তিনি।