ময়মনসিংহ থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য ও কৈশোর স্মৃতি বিজড়িত ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরের নজরুল মঞ্চে শনিবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠানমালা।
সু-সজ্জিত নজরুল মঞ্চে এ বছর কবির ১১৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হচ্ছে।জাঁকজমক ভাবে এ আয়োজনে ত্রিশালজুড়ে শুরু হয়েছে এক অন্য রকমের উৎসব আমেজ।যা প্রতি বছরেই লক্ষ্য করা যায়।
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানমালা চলবে ২৭ মে পর্যন্ত।শনিবার বেলা ১১টায় তিনদিন ব্যাপী এ অনুষ্ঠান মালার প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর।
এ জন্য নজরুল একাডেমী মাঠের দক্ষিনে নজরুল মঞ্চটিকে সাজানো হয়েছে মনোরম সাজে। উদ্বোধনী অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠানমালায় জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ’র সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির , মেজর জেনারেল আবদুস সালাম এমপি, অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এমপি, রেজা আলি এমপি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার নাজিমউদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার। নজরুল স্মারক বক্তৃতা দেবেন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার আশরাফ হোসেন।
২৬ মে দ্বিতীয় দিন সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। নজরুল স্মারক বক্তৃতা দেবেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক শান্তনু কায়সার। সভাপতিত্ব করবেন ঢাকা বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী।
২৭ মে সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। স্মারক বক্তৃতা দেবেন নজরুল বিশেষজ্ঞ ড. হায়াৎ মাহমুদ।সমাপনী দিনে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ।
সংবাদ সংস্থা বাসস জানায়,তিনদিনের অনুষ্ঠানমালায় সঙ্গীত, নৃত্যনাট্য, নাটক, আবৃত্তি পরিবেশ করবেন জাতীয় পর্যায়ের শিল্পীরা।এ ছাড়া থাকবে নজরুল মেলা।
এ দিকে জাতীয় কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশালের সর্বত্র জুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ।বিভিন্ন বাসা-বাড়িতে অতিথিদের আগমন ঘটতে শুরু হয়েছে ইতিমধ্যেই।
নজরুলের বাল্য ও কৈশোরের স্মৃতি বিজরিত দরিরামপুরে প্রতি বছর এ দিনটির অপেক্ষায় থাকে দেশের বিভিন্ন অঞ্চলের নজরুল প্রেমীরা।মঞ্চের অনুষ্ঠান মালা ছাড়াও বিভিন্ন বাসা বাড়ি গুলোতে এ উৎসবকে কেন্দ্র করে অতিথিদের আগমনে মুখর থাকে ত্রিশাল সদরের প্রতিটি পরিবার।
অপর দিকে নজরুলের জন্মজয়ন্তীকে ঘিরে জেলা সদরসহ বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে চলছে বিরামহীন প্রস্তুতি।নজরুলের গান,কবিতা,গীতিনাট্য ইত্যাদি পরিবেশনা তৈরীতে ব্যাস্ত সময় পার করছে সাংস্কৃতিক সংগঠন গুলো।
অনুষ্ঠানকে সুন্দর এবং সু-শৃংখল করতে স্থানীয় প্রশাসনের ঘুম নেই ক’দিন ধরেই।ত্রিশাল প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে নজরুল জন্ম জয়ন্তীকেই অগ্রাধিকার ভিত্তিতে রুটিন কাজ হিসেবে ধরে নিয়ে এগোচ্ছেন।
১৮ থেকে ২৪ ডিসেম্বর এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের তথ্য যাচাই
নির্বাচনে বিএনপি’র ভোট চাওয়ার মুখ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোনয়নের ক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না : প্রধানমন্ত্রী
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com