ডেনাইটসংবাদ.কম ডেস্ক : গণমাধ্যমকে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের অপকর্ম ঢাকতেই গণমাধ্যমের স্বাধীনতার উপর সরকারের উদ্ধত হস্তক্ষেপ চালায়।
তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের মানুষের সব অধিকার ভুলণ্ঠিত করেছে। মানুষের মৌলিক অধিকার পর্যন্ত তারা হরণ করতে কুণ্ঠাবোধ করছে না। তাদের হুকুম ছাড়া যেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট খবরও প্রকাশ না পায় সেজন্য গণমাধ্যমকে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। সত্যিকার অর্থে জনবিচ্ছিন্ন পদক্ষেপে সরকারের মধ্যে সর্বদা আতঙ্ক বিরাজ করছে।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেখেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বিকালে এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শুরু হলে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সরাসরি সম্প্রচার শুরু করলেও সাথে সাথে তা বন্ধ করে দেয়া হয়। তাছাড়া অধিকাংশ টেলিভিশন চ্যানেলে গুরুত্বহীনভাবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচার করা হয়েছে বা কোনো কোনো চ্যানেলে ব্লাকআউট করা হয়েছে।
রিজভী বলেন, সরকারের সরাসরি নির্দেশেই বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করা হয়েছে। আজকেও দেশের অনেক জাতীয় দৈনিকে দেখা গেছে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ বক্তব্যকে গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়নি। গণমাধ্যমকে বেপরোয়ভাবে নিয়ন্ত্রণের বহিঃপ্রকাশ ঘটেছে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারের ওপর অঘোষিত নির্মম সেন্সরশিপের মাধ্যমে। সরকারের অপকর্ম ঢাকতেই গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকারের উদ্ধত হস্তক্ষেপ চালায়। সরকারের এই আচরণ স্বেচ্ছাচারি, অগণতান্ত্রিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের আরেকটি দৃষ্টান্ত।
তিনি বলেন, এতে একটা বিষয় পরিস্কার হয় যে, সরকার প্রধান ভারতে গিয়ে যে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছেন তা দেশ ও জনগণের স্বার্থবিরোধী। নইলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা দিতে সরকার এতটা বেপরোয়া হয়ে ওঠতোনা। সত্য প্রকাশ হওয়ার ভয়েই তারা বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা দিয়েছে। বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধাদানে জনমনে সন্দেহ আরো তীব্র হয়েছে যে প্রধানমন্ত্রী সত্যি সত্যি দেশবিরোধী চুক্তি করেছেন আর সেজন্যই তা লুকাতে রাষ্ট্র শক্তিকে ব্যয় করে বিরোধী সমালোচনাকে স্তব্ধ করে দিতে চাচ্ছেন। গণবিরোধী সরকারের প্রতিটি পদক্ষেপই কুৎসিত রুপ পরিগ্রহ করে।
রিজভী বলেনর, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা দেয়া এটি বিরোধী দলের প্রতি সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এরা বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতায় অবিশ্বাসী একটি রাজনীতিক দল, যারা বিরোধী মত সহ্য করাকে অপরাধ বলে মনে করে। আর সেজন্যই গুম খুন বন্দুকযুদ্ধের নামে বিচারবর্হিভূত মানুষ হত্যার কর্মসুচি অব্যাহত রেখে বিরোধীদলশুন্য প্রতিবাদহীন বন্দীশালায় পরিণত করেছে সারাদেশকে। অদৃশ্য করা হয়েছে মানুষের সব অধিকারসহ গণতন্ত্রকে। বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ নামক সাঁড়াশিতে আটকে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা সৃষ্টি করতে সরকারের ন্যাক্কারজনক স্বৈরাচারী হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শুক্রবার পয়লা বৈশাখে নয়া পল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে বাংলা নব বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে রিজভী জানান।
এসময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভী। পাশাপাশি আজ বিএনপি চেয়ারপারসন আদালতে হাজিরা দিতে গেলে বেশ কিছু নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করায় বিএনপির পক্ষ থেকে নিন্দা জানান তিনি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জাসাস সভাপতি ড. মামুন আহমেদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের পর হত্যার হুমকি পেলেন সাংবাদিকরা
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com