ডেনাইটসংবাদ.কম ডেস্ক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের সম্মানজনক মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন ৬ বাংলাদেশি।
রোববার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ছয়জনসহ বেশ কয়েকজন ভারতীয়ের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবী মুহাম্মদ এনায়েত করিম, নাসির এ চৌধুরী এবং আবদুল্লাহ খান রনির হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
একই সঙ্গে বাংলাদেশের শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও দিলীপ কুমার আগরওয়ালকে এ পুরস্কার দেয়া হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পান সংগীতশিল্পী শুভ্র দেব।
ভারতীয়দের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন সবিতা সাহা, এঞ্জেলা ঘোষ, ড. সন্তোষ বিশ্বাস, ড. বলরাম মণ্ডল ও ভিক্টর সিং।
ক্রীড়াক্ষেত্রে দেশটির ফুটবলার এ. কানন, চিকিৎসায় ডা. তরুণ কুমার পালিত, রাজনীতিতে তৃণমূল কংগ্রেস নেতা অসীম বসু, প্রশাসক হিসেবে বিচারপতি দিলীপ কুমার বসু এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন প্রধান কর্মকর্তা চয়ন মুখার্জি মর্যাদাপূর্ণ এই পুরস্কার জেতেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্যামল সেন, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আন্থনি অরুণ বিশ্বাস প্রমুখ।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com