তবুও বৃষ্টি আসুক
বহুদিন পর আজ
বাতাসে বৃষ্টির আভাস
মাটির সোঁদা অমৃত গন্ধ-
এখনই বুঝি বৃষ্টি আসবে
সবারই মনে উদ্বেগ-
তাড়াতাড়ি ঘরে ফেরার ব্যসত্মতা।
তবু আমার মনে নেই বৃষ্টি ভেজার উদ্বেগ
আমার চলার নেই কোনো লক্ষণীয় ব্যসত্মতা।
দীর্ঘ নিদাঘের পর
আকাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা
অলক্ষ্য আনন্দ ছড়ায় আমার তপ্ত মনে –
আর আমি উন্মুখ হয়ে থাকি
বৃষ্টির প্রতীক্ষায় –
এখনই বৃষ্টি নামুক
বহুদিন পর আজ বৃষ্টি আসুক।
দীর্ঘ পথে না থাকে না থাকুক বর্ষাতি –
বৃষ্টির জলে যদি ভিজে যায় আমার সর্বাঙ্গ
পরিধেয় পোশাক-আশাক-
তবুও বৃষ্টি আসুক –
সমসত্ম আকাশ জুড়ে বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক মাঠ-প্রামত্মর ডুবিয়ে।
সে অমিতব্যয়ী বৃষ্টিজলের বন্যাধারায়
তলিয়ে যায় যদি আমার ভিটেমাটি
তলিয়ে যাই যদি আমি
ক্ষতি নেই।
তবুও বৃষ্টি নামুক
ইথিওপিয়ায়, সুদানে
খরা কবলিত, দুর্ভিক্ষ-পীড়িত
দুর্ভাগ্য জর্জরিত আফ্রিকায়-
সবুজ ফসল সম্ভারে ছেয়ে যাক
আফ্রিকার উদার বিরান প্রামত্মর।
তার ও আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গস্নানি।
মানুষের জন্য মানুষের মমতা
ঝর্ণাধারা হয়ে যাক
বৃষ্টির সাথে মিলেমিশে –
সব পিপাসার্ত প্রাণ ছুঁয়ে ছুঁয়ে
বয়ে যাক অনমত্ম ধারাজল হয়ে।
বহুদিন পর আজ
অজস্র ধারায় অঝোরে বৃষ্টি নামুক
আজ আমাদের ধূলি ধূসরিত
মলিন হৃদয়ের মাঠ-প্রামত্মর জুড়ে \
লেখক: কবি শফিকুল ইসলাম।
প্রথম টিকা প্রধানমন্ত্রীর নেয়া উচিত, আস্থা জন্মাবে : জাফরুল্লাহ
রাজশাহীতে ধর্ষিতাকে আদালত চত্বরে বিয়ে করে জামিন পেলেন চিকিৎসক
নৌকার প্রার্থী হিসেবে গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন অয়েজ উদ্দিন বিশ্বাস
ভবানীগঞ্জ ও কাঁকনহাট পৌরসভায় আ.লীগ, আড়ানীতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী
ভবানীগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিলেন
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচন- বিদ্রোহী প্রার্থী মুক্তারসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
সান্তাহার পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর পাল্টাপাল্টি মামলার আসামী ৭০
জল্পনার অবসান ঘটিয়ে ভ্যাকসিন আসছে, বণ্টনের পরিকল্পনাও চূড়ান্ত
সনদ আটকে রাখার প্রতিবাদে শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
দুর্নীতির অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের জিএমসহ ১০ জনের নামে মামলার আদেশ
ভারত টিকা পাচ্ছে মাত্র ২ ডলারে, আমাদের দিতে হচ্ছে সোয়া পাঁচ:ডা. জাফরুল্লাহ
যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com