মো:নুরুল আমিন:অবশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশে ২৮ মাস পর পুনরায় সিটিকর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক মেয়র এম এ মান্নান
মাহবুুবুল আলম,গাজীপুর প্রতিনিধি : সর্বোচ্চ আদালতের নির্দেশে দুই বছর চার মাস পর গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার দুপুর ১টার দিকে অধ্যাপক এমএ মান্নান গাজীপুর আদালতে হাজিরা শেষে নগর ভবনে গিয়ে নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগরবাসির সহযোগিতা কামনা করেন।
এ সময় মেয়র এম এ মান্নান এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘বার বার আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমে আজ এখানে বসতে পেরেছি। পুনরায় গাজীপুর মহানগরের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যে সব কাজ অগ্রধিকার ভিত্তিতে করা দরকার, সে কাজগুলোই তিনি করবেন।
এর আগে এম এ মান্নান নগর ভবনে আসবেন- এ খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি পন্থী কাউন্সিলরগণ নগর ভবনের সামনে এসে উপস্থিত হন। অধ্যাপক মান্নান নগর ভবনের প্রধান ফটকের সামনে মাইক্রোবাস থেকে নামার পর দলীয় নেতা-কর্মী, কাউন্সিলরগণ এবং সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। পরে তিনি দোতলায় তার নিজ দপ্তরে যান এবং মেয়রের চেয়ারে বসেন।
উল্লেখ্য, যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। মান্নান গ্রেপ্তার হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।
২০১৬ সালের ২ মার্চ অধ্যাপক মান্নান জামিনে মুক্তি পান। পরে ওই বছরের ১৫ এপ্রিল রাতে তাকে ফের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া ৩০টি মামলায় জামিন লাভের পর ২০১৭ সালের ৬ জানুয়ারি মুক্তি পান।
এ ছাড়া ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে দেশের সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের পর হত্যার হুমকি পেলেন সাংবাদিকরা
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com