নড়াইল প্রতিনিধি:নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরম্নল হক মুক্তি ও কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কালিয়া উপজেলার আমতলা গ্রামে এমপি’র দুই গ্রম্নপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এমপি মুক্তি নিজেও শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে মসজিদের ভেতর আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যসহ অমত্মত ১০ জন আহত হয়েছেন। পুলিশের কয়েক রাউন্ড ফাঁকা গুলিতে পরিস্থিতি শামত্ম হয়। বুধবার (২৮ জুন) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ৯ জনকে আটক করেছে। ব্যাপক পুলিশী অভিযানের মুখে গ্রেফতার এড়াতে গ্রামটি এখন পুরম্নষ শুন্য হয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আমতলা গ্রামের জান্নাত শেখ গ্রম্নপ এবং হান্নান ও শেখ লিকু শেখ গ্রম্নপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ফ্যাসাদ বিদ্যমান। উভয় গ্রম্নপই এমপি কবিরম্নল হক মুক্তির সমর্থিত ও মদদপুষ্ট। উভয় গ্রম্নপের দ্বন্দ্ব মীমাংসার জন্য এমপি কবিরম্নল হক মুক্তির মধ্যস্থতায় পূর্বনির্ধারিত দিনে বুধবার বিকালে আমতলা মাদ্রাসা চত্ত্বরে কালিয়া থানার ওসি শেখ গণি মিয়াসহ পুলিশের একটি দল ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযোগ-অনুযোগের শুনানী শুরম্ন হয়। শুনানীকালে সাবেক পুরম্নলিয়া ইউপি সদস্য ও আ’লীগ নেতা লিকু শেখ এমপির নিকট অভিযোগ করেন, ‘জান্নাত আ’লীগের নেতা হয়েও বিএনপি’র নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করেন। এ সময় জান্নাতের শ্যালক বিএনপি কর্মী রানা শেখ এর প্রতিবাদ করলে উভয় পÿÿর মধ্যে বাকবিতন্ডা শুরম্ন হয়। এক পর্যায়ে এমপি-ওসির সামনেই উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঠা এবং ইটপাটকেল নিÿÿপসহ তুমুল হট্টগোল-মারামারি শুরম্ন হয়। এ সময় চেয়ার ছোড়াছুড়িতে এমপি মুক্তি নিজেও সামান্য আহত হন এবং নিরাপত্তাজনিত কারণে দৌঁড়ে আমতলা মসজিদের ভেতর আশ্রয় নেন। এ সময় উভয়পÿÿর সংঘর্ষে হান্নান শেখ-লিকু মেম্বার গ্রম্নপের ইকবাল শেখ (৫০), শামসুর রহমান (৭০),খাজা নাজিম উদ্দিন শেখ (৬০),সজিব শেখ(১৮) ও ওই গ্রামের বাসিন্দা ঈদের ছুটিতে বাড়িতে আসা সেনা সদস্য রজিবুল শেখ (২২) এবং জান্নাত গ্রম্নপের তাজমিদুল শেখ (৩৫), রিয়াজ শেখ (৩০), সাইফুল শেখ (৩২), আফছার শেখ (৪১) ও রবিউল শেখ (৩৫) আহত হন। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উপস্থিত সংসদ সদস্য মুক্তি এমন অবস্থা দেখে বিব্রতবোধ করেন। পরিস্থিতি শামত্ম হলে এমপি ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে,কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর বুধবার রাতে জান্নাত গ্রম্নপের লোকজন প্রতিপÿ ইলিয়াছ শেখ, ফখরম্নল শেখ ও খাজা মিয়া শেখসহ কয়েকটি বাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ঘটনায় পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে বুধবার রাতে রবিউল শেখ ও বাচ্চু শেখকে এবং বৃহস্পতিবার সকালে হিরম্ন মিয়া, মোকছেদ মোল্যা, রেযোয়ান শেখ, শহীদ শেখ, খাজা মিয়া, লায়েক শেখ ও ফকরম্নল ইসলামকে আটক করেছে। পুলিশের অভিযানে নারী ও শিশুরা রয়েছে অজানা আতংকে।
এ প্রসঙ্গে হান্নান শেখ বলেন, ‘জান্নাত শেখ ও তার সমর্থিত বিএনপি’র লোকজনের অত্যাচারে অতিষ্ট হয়ে এমপির নিকট নালিশ দিলে তিনি ঘটনার দিন ধার্য করেন। ওই মিটিংয়ে ভূক্তভোগী এলাকাবাসীর পÿÿ লিকু মেম্বার (সাবেক) এমপির নিকট অভিযোগকালে জান্নাতের শ্যালক বিএনপি কর্মী রানা তাকে (লিকু) উদ্দেশ্য করে কটু বাক্য ব্যবহার করলে উভয় পÿÿর মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায় এমপি-ওসির সামনেই উভয় গ্রম্নপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় এমপি মহোদয় ঘটনাস্থলের পাশে আমতলা মসজিদে আশ্রয় নেন এবং পরিস্থিতি শামত্ম করতে পুলিশ ২/৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন।’
একই প্রসঙ্গে জান্নাত শেখ বলেন, ‘আধিপত্য বিসত্মার করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে নড়াইল-১ আসনের এমপি করিরম্নল হক মুক্তি ও কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়ার উপস্থিতিতেই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি শামত্ম করতে গুলির শব্দ শুনেছি, কে বা কারা গুলি করেছে তা আমি জানিনা।’
একই প্রসঙ্গে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘এমপি মহোদয় ও আমার উপস্থিতিতে আমতলা গ্রামের একটি সালিশ মিটিংয়ে চেয়ার ছোড়াছুড়ির মতো সামান্য একটি ঘটনা ঘটেছে। তবে পুলিশের পÿ থেকে ফাঁকা গুলি ছোঁড়ার কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এ ঘটনা সম্পর্কে মতামত জানতে নড়াইল-১ আসনের এমপি মো. কবিরম্নল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। #
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের পর হত্যার হুমকি পেলেন সাংবাদিকরা
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com