বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে চলমান সঙ্কট উত্তরণে সংশিস্নষ্ট সকলেই কাজ করে যাচ্ছে। যুগোপযোগী ও পূর্ণাঙ্গ নতুন নীতিমালা না হওয়া পর্যমত্ম যৌথ প্রযোজনার ছবি নির্মাণ স্থগিত রাখার সিদ্ধামত্ম নিয়েছে তথ্য মন্ত্রণালয়। ২০১২ সালের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নীতিমালায় বৈশি^ক প্রতিযোগিতার উন্নতমানের চলচ্চিত্র নির্মাণের জন্য কারিগরি বিশেষ দক্ষতা অর্জন, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং দেশের বাইরে চলচ্চিত্রের বাজার সম্প্রসারণ যৌথ প্রযোজনার মূল উদ্দেশ্য হিসেবে উলেস্নখ করা আছে, যাতে প্রতিটি দেশের শিল্পী ও কলাকুশলীর সংখ্যানুপাত সমান থাকে নীতিমালায় তা স্পষ্ট বলা আছে। কিন্তু ঈদুল ফিতরের মুক্তি দেয়া যৌথ প্রযোজনার ছবি শাকিব খান অভিনীত নবাব ও জিৎ অভিনীত বস-টু তে নীতিমালা মানা হয়নি বলে অভিযোগ উত্থাপিত হয়। এ প্রেক্ষাপটে যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র দেশীয় চলচ্চিত্রের জন্য হুমকি কিনা তা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এক ছায়া সংসদ আজ রাজধানীর তেঁজগাওস্থ এফডিসিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোঃ আমজাদ হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারম্নক (আকবর হোসেন পাঠান, ফারম্নক) এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।
চলচ্চিত্র নির্মাতা মো: আমজাদ হোসেন বলেন, সাম্প্রতিককালে যৌথ প্রযোজনার নামে যা হয়েছে তা অসম ও প্রতারনা। সরকার একটি নতুন কমিটিকে দায়িত্ব দিয়েছে যৌথ প্রযোজনা সংক্রামত্ম যুগোপযোগী নীতিমালা করতে। আমরা আশা করি এ নীতিমালা সকলের মতামতের ভিত্তিতে করা হলে যৌথ প্রযোজনা সংক্রামত্ম জটিলত্ দূর হবে। তবে আমাদের চলচিত্রে আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা ও সংস্কৃতির প্রতিফলন থাকতে হবে। শুধু বানিজ্য নির্ভরতা যৌথ প্রযোজনার ভিত্তি হতে পারে না। তবে তিনি সমভিত্তিতে যৌথ প্রযোজনার বিরোধিতা না করে বলেন, নতুন নীতিমালার ভিত্তিতে এর সমাধান হবে।
চিত্রনায়ক ফারম্নক বলেন, চলচিত্র বিশে^র সবচেয়ে বড় গণমাধ্যম। আমাদের চলচিত্রকে অবশ্যই এদেশের মানুষের জীবনাচার, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সংগতিপূর্ন হতে হবে। তিনি বলেন, জীবন থেকে নেয়া ছবি মানুষকে মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রানিত করেছিলো। তিনি আরো বলেন, চলচিত্র মানুষকে অনেক কিছু শিখায়, তাই যারা চলচিত্র নির্মাণ করেন, তাদেরকে রাখতে হবে কিভাবে চলচিত্র সমাজে ইতিবাচক প্রভাব রাখবে, সে বিষয়টি অনুধাবন করা । তিনি নবাব ও বস ২ কে যৌথ প্রযে্জনা বলতে আপত্তি করেন। তিনি তথ্য মমত্মণালয়কে উদেদ্দশ্য করে বলেন, আমরা চিৎকার করে বলবো যৌথ প্রযোজনা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাসত্মবায়ন করা হোক।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যৌথ প্রযোজনার চলচ্চিত্র তৈরিতে দুই দেশের শিল্পী ও কলাকুশলীর সংখ্যা সমান থাকার অঙ্গীকার থাকলেও মূল চরিত্রসহ অন্যান্য ক্ষত্রে এই নীতিমালা মানা হচ্ছে না। চলচ্চিত্রের উন্নয়নের দোহাই দিয়ে বাংলাদেশের বাজার টার্গেট করে এসব যৌথ প্রযোজনায় ছবি বানানো হলে তা মোটেই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য ভালো নয়। তিনি আরো বলেন, কাহিনী, ভাষা, চিত্রনাট্য অভিনেতা ও অভিনেত্রী অধিকাংশই কলকাতার এই অভিযোগ সত্যি হলে আমাদের শিল্পীরা মর্যাদা নিয়ে টিকে থাকতে কষ্ট হবে। তবে এ কথাও সত্য যে, বাংলাদেশ আর ভারতের মধ্যে ভারসাম্য রেখে সত্যিকার যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হলে দুই দেশই লাভবান হবে।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের পর হত্যার হুমকি পেলেন সাংবাদিকরা
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com