ডেনাইটসংবাদ.কম ডেস্ক : সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্কের খবর ফাঁস করে দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ।
রোববার ‘আর্মি রেডিও’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বহু মুসলিম ও আরব দেশের সঙ্গে আমাদের সত্যিকার গোপন সম্পর্ক রয়েছে। এ নিয়ে আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, সৌদি আরবই ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতে চেয়েছে। আর রিয়াদের এই ইচ্ছা পূরণে তেলআবিবের কোনো অসুবিধা হয়নি।
ইসরায়েলি জ্বালানিমন্ত্রী বলেন, সৌদি আরব হোক বা অন্য কোনো আরব দেশ হোক কিংবা অন্য কোনো মুসলিম দেশ হোক- যখন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়, তখন তাদের ইচ্ছাকে আমরা সম্মান জানাই। আমরা সে সম্পর্ককে গোপন রাখি।
সৌদিসহ আরব দেশগুলো কীভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে তাও সাক্ষাৎকারে তুলে ধরেন স্টেইনিৎজ। তিনি বলেন, ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতার বিরুদ্ধে আমরা যখন লড়ছিলাম তখন আধুনিক আরব বিশ্ব আমাদের সহযোগিতা করেছে।
এমনকি এ মুহূর্তে আমরা যখন আমাদের উত্তর সীমান্তে সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে বিশ্বকে কাজে লাগানোর চেষ্টা করছি, তখন সুন্নি আরববিশ্ব আমাদের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন ইসরায়েলের এ মন্ত্রী।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে- ইসরায়েল ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরব ও মার্কিন সূত্রের বরাত দিয়ে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ইসরায়েল সম্পর্ক ধীরে ধীরে ও ধাপে ধাপে গড়ে তোলা হবে।
এক্ষেত্রে প্রথমে বিভিন্ন ইসরায়েলি কোম্পানিকে সৌদি আরবে দফতর ও শোরুম খোলার অনুমতি দেবে রিয়াদ। এর পর ইসরায়েলের বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়া হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের পর হত্যার হুমকি পেলেন সাংবাদিকরা
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com