রাবি (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুল ইসলাম ওরফে মানিককে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
২০ নভেম্বর সোমবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার জয়পুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া বলেন, গ্রেফতার আরিফুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরিফুল রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি কাটাখালী পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক। আরিফুল ইসলাম ওরফে মানিক অধ্যাপক লিলন হত্যা মামলার আসামি। তবে বর্তমানে জামিনে আছেন তিনি।
ওসি সায়েদুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেফতার করা হয়। অস্ত্র নিয়ে তিনি কেন সেখানে অবস্থান করছিলেন-এ বিষয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে বলেও জানান তিনি।
এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে খুন হন লিলন। পরদিন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মতিহার থানায় একটি হত্যা মামলা করেন।
এতে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম, সবুজ, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমাকে আসামি করা হয়।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রকাশের পর হত্যার হুমকি পেলেন সাংবাদিকরা
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com