মনিরুল ইসলাম, রাজশাহী ঃ সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম মোর্চার ডাকা অর্ধদিবস হরতাল চলছে।তবে হরতালের কোনো প্রভাব নেই নাগরিক জীবনে।
হরতাল সফল করতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাহেব বাজার এলাকায় মিছিল ও পথসভা করতে দেখা গেছে বামদলের নেতাকর্মীদের।
সকালে সাহেব বাজার থেকে একটি মিছিল বের করেন বামদলের নেতারা। মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে ফের জিরোপয়েন্টে এসে অবস্থান নেয়।
পরে অনুষ্ঠিত পথসভায় গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়কারী মুরাদ মোর্শেদ, বাসদ-কনভেনশন প্রগতি কমিটির জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সংগঠক আসাদুজ্জামান, গণসংহতি আন্দোলনের জেলা সদস্য আহসান হাবীব রকিসহ অনেকে বক্তব্য রাখেন।
বাম নেতারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির আঘাত নিম্নবিত্ত ও গরিব মানুষের ব্যয় আরও বাড়িয়ে দেবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কম আয়ের মানুষ। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। মুনাফা করবে এক শ্রেণীর লুটেরা ব্যবসায়ী, আর ব্যয় বহন করতে হবে সাধারণ জনগণকে। জনগণের ওপর এ ধরনের চরম আঘাত মেনে নেওয়া যায় না।
তবে হরতালের মধ্যেও যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস ছেড়ে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে খোলা।
তবে নিউমার্কেট এলাকায় অফিসগামী ব্যাংক কর্মকর্তা আব্দুস মালেক বলেন, এ মুহূর্তে বিদুতের দাম বাড়ানো অযৌক্তিক। এখন এই অজুহাতে বাড়ি ভাড়াসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। ফলে আমাদের সংসারের খরচ টানতে অনেক কষ্ট হয়ে যাবে।
ওই এলাকার দোকান কর্মচারী বিনয় কুমার বলেন, বাজারে এমনিতেই সব পণ্যের দাম বেড়ে গেছে। এর ওপর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে আরেক দফা সব পণ্যের দাম বাড়বে। দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট হয়ে আমরা খেটে খাওয়া মানুষ বিপদে পড়বো।
হরতালে রাজশাহীর জনজীবনে কোনো প্রভাব না পড়লেও কর্মসূচি কেন্দ্র করে যাতে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য বিভিন্ন রাস্তায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
ব্যাংক ডাকাতির দুর্বৃত্ত খুঁজতে স্কুলছাত্রের অপরাধ দুনিয়া আবিষ্কার
প্রথম টিকা প্রধানমন্ত্রীর নেয়া উচিত, আস্থা জন্মাবে : জাফরুল্লাহ
রাজশাহীতে ধর্ষিতাকে আদালত চত্বরে বিয়ে করে জামিন পেলেন চিকিৎসক
নৌকার প্রার্থী হিসেবে গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন অয়েজ উদ্দিন বিশ্বাস
ভবানীগঞ্জ ও কাঁকনহাট পৌরসভায় আ.লীগ, আড়ানীতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী
ভবানীগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিলেন
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচন- বিদ্রোহী প্রার্থী মুক্তারসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
সান্তাহার পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর পাল্টাপাল্টি মামলার আসামী ৭০
জল্পনার অবসান ঘটিয়ে ভ্যাকসিন আসছে, বণ্টনের পরিকল্পনাও চূড়ান্ত
সনদ আটকে রাখার প্রতিবাদে শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
দুর্নীতির অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের জিএমসহ ১০ জনের নামে মামলার আদেশ