মনিরুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী বিভাগে আসন্ন দুর্গাপূজায় জঙ্গি হামলা বা সহিংসতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন।
৮ অক্টোবর সোমবার দুপুরে পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন বলেন, এবার রাজশাহী বিভাগের আট জেলায় তিন হাজার ৪৩৮ পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেবে ভাগ করা হয়েছে।
এসব পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি র্যাবও থাকবে। এছাড়াও পুলিশের নিয়মিত টহল থাকবে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হবে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে।
এ সময় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে ডিআইজি বলেন, মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে সাময়িক বরখাস্ত করে নিয়মতি মামলা দেওয়া হচ্ছে। এছাড়াও মাদকের বিস্তার রোধ ও শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারেও পুলিশ মাঠে কাজ করছে।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র ঢোকার প্রশ্নে তিনি বলেন, এসব রোধে শুধু পুলিশকে সজাগ থাকলে হবে না। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কর্তব্য পালন করতে হবে। না হলে সমাজ থেকে মাদক বা সন্ত্রাস ও জঙ্গিবাদ সমূলে উৎখাত করা যাবে না।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, গত বছর অসিম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৬ জন পুলিশ সদস্য বিপিএম, পিপিএম ও আইজিপি ব্যাজ পুরস্কারে ভূষিত হয়েছেন।
মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, মাসুদুর রহমান ভূঁইয়া ও রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ বিভাগের আট জেলার পুলিশ সুপার ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com