মনিরুল ইসলাম, রাজশাহী :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর তিন বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার নির্বাচন দফতর থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর), নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এবং সাবেক এমপি ও বিএনপি নেতা আবু হেনা রাজশাহী -৪ (বাগমারা)।তবে এখনো দলীয় মনোনয়ন চূড়ান্ত করেনি বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মিনু ও মিলনের মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
অন্যদিকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে আবু হেনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, বৃহস্পতিবার আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও একজন করে বাগমারা ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে রাজশাহীর বিভিন্ন আসনে ১৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com