চারঘাট প্রতিনিধি
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং অফিসার। রোববার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম আব্দুল কাদের তার মনোনয়নপত্র বাতিল করেন।
মামলার তথ্য গোপন ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র গ্রহনের কপি দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আবু সাঈদ চাঁদ চারঘাট থানার একটি মামলার তথ্য মনোনয়নপত্র দেয়নি। এছাড়াও পদ ত্যাগ পত্রও এখনো গ্রহন হয়নি। ফলে পদত্যাগ পত্র গ্রহনের কপি তার মনোনয়নপত্র দাখিল করতে পারেনি তিনি।
সকাল থেকে জেলা প্রশাসকের সভা কক্ষে রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম আব্দুল কাদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। প্রথমে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর পর রাজশাহী-২, রাজশাহী-৩, রাজশাহী-৪ এবং রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটানিং অফিসার।
এর মধ্যে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ আটজন, রাজশাহী-২ আসনে দুইজন ও রাজশাহী-৩ আসনে মেরাজ উদ্দিন মোল্লা, বিএনপির মতিউর রহমান মন্টু ও জাতীয় পার্টির শাহবুদ্দিন বাচ্চুসহ পাঁচজন ও রাজশাহী-৪ আসনে বিএনপির অধ্যাপক আব্দুল গফুরসহ দুইজন, রাজশাহী-৫ আসনে সাবেক এমপি নাদিম মোস্তফাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর পর রাজশাহী-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মোট সাতজন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন, আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিএনপির আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান, নুরুজ্জামান খান মানিক, জাতীয় পার্টির ইকবার হোসেন, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ ও মুসলিম লীগের আব্দুর রাজ্জাক।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com