রাবি প্রতিনিধি ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানসহ প্রশাসনের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত। মোমেনা জীনাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শেখ রাসেল মডেল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ। মামলায় তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মবর্হিভূতভাবে বেতন, ভাতা ও পেনশন আটকে রাখার অভিযোগ করেছেন।
উপাচার্য ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ, শেখ রাসেল মডেল স্কুলের সভাপতি অধ্যাপক গোলাম কবীর এবং স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিসাইয়া মেহজাবীন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রারকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী নুর-এ কামরুজ্জামান ইরান জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ৬/২০২০ (টাকা)। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
তিনি জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবির শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহনের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। আইনি নোটিশ দিয়েও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে প্রতিকার পেতে আদালতে মামলা করেছেন।
এদিকে মামলার বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমানের মাধ্যমে তাঁর বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু আদালতে মামলা দায়ের করা হয়েছে। এখন বিষয়টি বিচারাধীন। বিচারাধীন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমে কোন বক্তব্য দেবে না। আদালতে সবিস্তরে তুলে ধরবে।
‘সাধারণ মানুষ যেটা টিকা নেবে আমিও তাই নেবো’ বলেছিলেন প্রধানমন্ত্রী
ব্যাংক ডাকাতির দুর্বৃত্ত খুঁজতে স্কুলছাত্রের অপরাধ দুনিয়া আবিষ্কার
প্রথম টিকা প্রধানমন্ত্রীর নেয়া উচিত, আস্থা জন্মাবে : জাফরুল্লাহ
রাজশাহীতে ধর্ষিতাকে আদালত চত্বরে বিয়ে করে জামিন পেলেন চিকিৎসক
নৌকার প্রার্থী হিসেবে গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন অয়েজ উদ্দিন বিশ্বাস
ভবানীগঞ্জ ও কাঁকনহাট পৌরসভায় আ.লীগ, আড়ানীতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী
ভবানীগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিলেন
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচন- বিদ্রোহী প্রার্থী মুক্তারসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
সান্তাহার পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর পাল্টাপাল্টি মামলার আসামী ৭০
জল্পনার অবসান ঘটিয়ে ভ্যাকসিন আসছে, বণ্টনের পরিকল্পনাও চূড়ান্ত
সনদ আটকে রাখার প্রতিবাদে শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি