ডেনাইটসংবাদ.কম ডেস্ক ঃ
অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা সরকারি কর্মচারীদের মত পেনশন স্কিমে বিনিয়োগ করার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। একইসাথে শিক্ষাখাতে বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে। রূপপুর পারমানবিক কেন্দ্রের জন্য যন্ত্রপাতি কেনায় বরাদ্দ না রেখে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে বাজেট বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সভায় এসব দাবি জানানো হয়।
জানা যায়, কল্যাণ ট্রাস্টের টাকা পেতে এখনো আবেদন জমা আছে প্রায় ২০ হাজার। কল্যাণট্রাস্টের চাঁদার টাকা ব্যাংকে জমা না রেখে আবেদনকারীদের বিতরণ করার দাবি জানান তারা।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর দেশের শিক্ষা এবং সার্বিক পরিস্থিতির রিপোর্ট উপস্থাপন করেন।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুগ্ম সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মজুমদার। ভার্চুয়াল মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ, অধ্যক্ষ আবু বকর চৌধুরী, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক সাবিহা সালাউদ্দিন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া, অধ্যক্ষ রফিক উদ্দিন, অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, অধ্যাপক বদিউজ্জামান বাদল, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, অধ্যাপক রওশনুল সংগ্রাম, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক আব্দুল জব্বার, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক বাবর, অধ্যাপক কাশ্মীর রেজা, অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক সৈয়দা শাহিনা পারভীনসহ অনেকে।
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com