একাধিক তৃতীয় শ্রেণি (শিক্ষা জীবনে) নিয়ে প্রতিষ্ঠান প্রধানের পদ বাগানো, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে রাজশাহীর কাটাখালী (চারঘাট উপজেলা) থানার পদ্মা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটর অধ্যক্ষ মো. আমিনুল হকের বিরুদ্ধে।
শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে অধ্যক্ষ আমিনুল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে এমপিও পাওয়ার চেষ্টাও করেছেন। যদিও অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার কাম্য অভিজ্ঞতা নেই তার। এ নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. আলাউদ্দিন।
সুত্র থেকে জানা গেছে, এইচএসসি ও ডিগ্রিতে তৃতীয় বিভাগ থাকার পরেও পদ্মা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটর অধ্যক্ষ হয়েছে মো. আমিনুল হক। নীতিমালা অনুযায়ী তার কাম্য অভিজ্ঞতাও নেই। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমপিওভুক্তিতে তালিকাভুক্ত হলে তিনি অধ্যক্ষ পদে এমপিওর আবেদন করেন। কিন্তু দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ ও অভিজ্ঞতায় ঘাটতি থাকায় তাকে এমপিওভুক্ত করেনি কারিগরি শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, দারুল ইহাসন বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে তিনি এমপিওভুক্তির আবেদন করেছেন। এতে তিনি দাবি করেছেন থেকে ২০০১ খ্রিষ্টাব্দে বিবিএ ও এমবিএ সনদ পেয়েছেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রত্যয়ন জমা না দেয়ায় তা গ্রহণ করেনি অধিদপ্তর।
অভিযোগে জানা যায়, অধ্যক্ষ আমিনুল হকের এইচএসসি ও ডিগ্রিতে তৃতীয় বিভাগ থাকায় শিক্ষকতা করার যোগ্যতা থাকে না। যা ১৯৯৫ খ্রিষ্টাব্দের জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক বা অধ্যক্ষের ক্ষেত্রে একটিও তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অথচ তিনি রীতিমত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ আমিনুল হক ওই প্রতিষ্ঠানে প্রথম নিয়োগ পান কম্পিউটার বিষয়ের প্রভাষক হিসাবে ১৯ জুন ২০০২ খ্রিষ্টাব্দে । এছাড়া অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান ১১ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে। চাকরির দুই বছরের মাথায় তিনি অধ্যক্ষ হয়েছেন।
কিন্তু দেখা যায়- ২০১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত আপডেট করা ব্যানবেইজের তথ্য অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের তালিকায় অধ্যক্ষ আমিনুলের শিক্ষাগত যোগ্যতায় ১টি তৃতীয় বিভাগ দেয়া থাকলেও তার এইচএসসি ও ডিগ্রিতে তৃতীয় বিভাগ বা শ্রেণি রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগকারী ম্যানেজিং কমিটির সদস্য থাকাকালীন যে সমস্ত শিক্ষক-কর্মচারী নিয়োগ ছিল, বর্তমানে অর্থের বিনিময়ে ব্যাপক জালিয়াতি করে তা পরিবর্তন করা হয়েছে। এমনকি এমপিও ঘোষণার পরও জালিয়াতি করে অনেককে স্কুল শাখা থেকে কলেজ শাখায় নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া নিয়োগপ্রাপ্ত মো. মোমিন (ডেমোনেস্ট্রেটর হিসাবে) অধ্যক্ষের দাবিকৃত বিশাল অংকের টাকা দিতে না পারায় তার স্থানে আতাউর রহমান (ডেমোনেস্ট্রেটর হিসাবে) নিয়োগ দেয়া হয়।
এবিষয়ে মো. মোমিন জানান, ‘কলেজে ডেমোনেস্ট্রেটর হিসাবে ছিলাম। । এখন এমপিও হয়েছে, খরচাপাতি (টাকা) চেয়ে অধ্যক্ষ বলেছেন, তুমি খরচাপাতি (টাকা) করতে পারবে না, তোমার নিয়োগেও সমস্যা আছে। পরে তোমারটা দেখবো।’
তিনি আরও বলেন, ‘আতাউর ভোকেশনাল স্কুলে ছিল। আমাকে বাদ দিয়ে আতাউরকে টাকা নিয়ে (ডেমোনেস্ট্রেটর হিসাবে) নিয়োগ দিয়েছে অধ্যক্ষ। আমি গরিব মানুষ, আমার কিছু বলার নাই।’
এছাড়া মো. আতাউর রহমানকে নিয়োগ দেয়া হয় ২২ ফেব্রুয়ারি ২০০৫ সালে ট্রেড ইনস্ট্রাক্টর হিসাবে ভোকেশনাল শাখায়। আর মো. মোমিনের নিয়োগ হয় ৩১ অক্টোবর ২০০৪ সালে ডেমোনেস্ট্রেটর হিসাবে কলেজ শাখায়। কিন্তু এমপিও ঘোষণার পর দেখা যায়, ২০১৯ সাল পর্যন্ত আপডেট করা ব্যানবেইসের তথ্য অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের তালিকায় মো. মোমিনের নাম ডেমোনেস্ট্রেটর হিসেবে থাকলেও দাবিকৃত টাকা দিতে না পারায় মোমিনকে বাদ দিয়ে আতাউর রহমানের ডেমোনেস্ট্রেটর হিসাবে কাগজপত্র বেতনের জন্য পাঠানো হয়েছে। ব্যানবেইসের তালিকায় ২ জন আতাউর রহমানের নাম আছে। একই ব্যক্তির কলেজ ও ভোকেশনাল শাখায় নাম রয়েছে।
মুঠোফোনে জানতে চাইলে অধ্যক্ষ আমিনুল হক বলেন, ‘১৯৯৫ এর জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু ২০০২ খ্রিষ্টাব্দের আদেশ অনুযায়ী আছে । “তাছাড়া এতো কথা মোবাইলে বললে কেমন হয় ? আপনার সাথে দেখা করে সব বলবো।”
নকল ওয়েবসাইটে প্রতারণা- সরকারিকরণের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক আটক
ঢাবিতে ১৩ মার্চকে কেন্দ্র করে ঘোষিত সব পরীক্ষা বাতিল : উপাচার্য
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন নেয় সেটা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার, যোগ দিলেন ভিক্ষুরাও
শেখ হাসিনার গাড়িবহরে হামলাঃ বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির রায় আজ
প্রধান সম্পাদক:মোঃ নুরুল আমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃসোহেল রানা
Chief Editor: Md. Norul Amin, Cell: 01711142317,
Publisher & Editor: Md.Sohel Rana, Cell:01933988098
Office:298/s aBhaban(7thFloor)Arambag,Motijheel,Dhaka,1000
Email:daynightsangbad1@gmail.com,daynightsangbad@yahoo.com