ডেনাইটসংবাদ.কম ডেস্ক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও কোষাধ্যক্ষদের দুর্নীতির সংবাদ প্রচার করার পর বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলামকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। টেলিভিশনটির সংশ্ল্টি প্রতিবেদককেও হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি কাজী ফরিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে বৈশাখী টেলিভিশনে ৫ পর্বের প্রতিবেদনক প্রচারিত হয়।
দুটি খামের ভিতরে সাদা কাগজে টাইপ করা চিঠিতে লেখা আছে, ‘বিশিষ্ট বুদ্ধিজীবী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হারুণ অর রশিদ স্যার এবং সফল প্রক্টর তায়েহীদ জামাল শিপু স্যারের মত সৎ ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্ষির বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচারের দাঁতভাঙ্গা জবাব ও করুণ পরিণতির জন্য তৈরি থাক, রাস্কেল।’
এ বিষয়ে বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ‘তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
(দৈনিক শিক্ষা.কম)