সাভারের আশুলিয়া থেকে জাল সনদপত্র তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় ডিইপিজেড এলাকার হাশেম প্লাজার নিচতলায় অবস্থিত একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—গাইবান্ধা জেলার মো. রবিউল এবং দিনাজপুর জেলার বেল্লাল হোসেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র্যাব-৪-এর একটি দল আশুলিয়া থানাধীন গণকবাড়ীর হাশেম প্লাজা মৌসুমি ফোন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে অভিযান চালায়। সেখান থেকে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল শিক্ষা সনদপত্র, ভুয়া সনদপত্র তৈরির কাজে ব্যবহূত ১৫টি কাগজ, সনদ ছাপানোর প্রিন্টার, কম্পিউটারসামগ্রী এবং ১ হাজার ৬ টাকা উদ্ধার করা হয়। এ সময় সনদ জালিয়াতি চক্রের সদস্য রবিউল আলম ও বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র বিক্রির উদ্দেশ্যে তৈরি করে আসছিল। এসব সনদপত্র চাকরিপ্রার্থীদের কাছে চড়া মূল্যে বিক্রি করা হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।